ভারতীয় বিয়ে মানেই এক সপ্তাহ যাবত আনন্দ। আত্মীয়-স্বজনের সমাবেশ, গান, নাচ, হইচই, মজা। উৎসবের সমারোহ। তবে কিছু নিয়ম আচার মানার পাশাপাশি এখন অনেক বিয়েতেই দেখা যায় ইউনিক কিছু থিম তুলে ধরার চেষ্টা। কোথাও এক সঙ্গেই গায়ে হলুদ হয়ে যায় হবু নব দম্পতির, কোথাও আবার বিয়ের সাজে দেখা যায় নতুনত্ব।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে নব দম্পতি একটি বিশাল বড় মেশিনগানের ওপর বসে এন্ট্রি নিচ্ছেন। তবে মেশিনগান থেকে গুলি নয়, বরং বের হচ্ছে ধোঁয়া। ঠিক এইরকম একটি মেশিন গান দেখা গিয়েছিল রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’ সিনেমায়।
অ্যানিম্যাল সিনেমার যে দৃশ্যগুলি সব থেকে বেশি জনপ্রিয় হয়েছিল তার মধ্যে একটি ছিল এই মেশিনগানের দৃশ্য। রণবীর কাপুর যখন একা হাতে ১০০ জন শত্রুর সঙ্গে লড়াই করছিলেন, ঠিক তখনই এই মেশিনগান ব্যবহার করেন তিনি। একেবারে অন্যরকম প্রতি অ্যাকশন দৃশ্য তৈরি করা হয়েছিল এই ৫০০ কেজির মেশিনগানের মাধ্যমে।
অ্যানিম্যাল সিনেমার সেই দৃশ্য থেকে অনুপ্রাণিত হয়েই এমন একটি অভিনব কায়দায় এন্ট্রি নিলেন বর-কনে। স্বাভাবিকভাবেই এই দৃশ্য দেখে উপস্থিত সকলেই হতবাক হয়ে যান।
ভিডিওটি দেখে একজন নেটিজেন লিখেছেন, ‘সিনেমার খারাপ প্রভাব। এইভাবে এন্ট্রি নেওয়ার কোনও মানে হয় না।’
অন্য একজন লিখেছেন, ‘একটি শুভ মুহূর্তে এইভাবে কেউ প্রবেশ করে?’ অন্য একজন আবার মজা করে লিখেছেন, ‘জীবন যুদ্ধের জন্য তৈরি হচ্ছে স্বামী।’
চতুর্থজন লিখেছেন, ‘ঘোড়া এবং গাড়ি ছেড়ে এবার মানুষ কত কিনা বেছে নিচ্ছে।’