প্রেস বিজ্ঞপ্তি/উখিয়া নিউজ টুডে।। কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, মহাগ্রন্থ আল কুরআন মানবজাতির জন্য পথ ও পাথেয়। যতদিন মানব জাতি কুরআন অনুসরণ, অনুকরণ ও কুরআনের আলোকে সমাজ কায়েমের প্রচেষ্টায় লিপ্ত ছিল ততদিন শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত ছিল। মানব রচিত মতবাদের অনুসরণ করার কারণে মানবতার মুক্তির পরিবর্তে যুদ্ধ, অশান্তি ও হতাশার সৃষ্টি হয়েছে। এহেন পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে কুরআনের আলোকে সমাজ কায়েমে এগিয়ে আসতে হবে। ১৯ মার্চ টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়ন ৮ নং উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ওয়ার্ড সভাপতি জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আরো বক্তব্য রাখেন উপজেলা আমীর মাওলানা রফিকুল্লাহ, সহকারী সেক্রেটারি সরোয়ার কামাল সিকদার, জামায়াত নেতা মাওলানা গিয়াস উদ্দিন নিজামী, মাওলানা জামাল উদ্দিন প্রমুখ।
“কুরআনের আলোকে সমাজ কায়েম হলে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত হবে” জেলা আমীর আনোয়ারী
