Ukhiya News Today

১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ / ২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনামঃ

যুক্তরাষ্ট্র ভ্রমণে গেলেন উখিয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা “শাহ জালাল চৌধুরী” || উখিয়ার রোহিঙ্গা আব্দু রহিমের বেপরোয়া ইয়াবা কারবার, রয়েছে ধরাছোঁয়ার বাইরে || বাপার উদ্দ্যোগে উখিয়া রত্নাপালং বায়তুশ শরফ দাখিল মাদ্রাসায় গাছের চারা বিতরণ সম্পন্ন || আমিরাতে “উখিয়া প্রবাসী এসোসিয়েশন” এর বর্ণিল অভিষেক || বৃহত্তর ইয়াবা চালানসহ পাচারকারী তাহের আটক হলেও মালিক শাহজালাল অধরা! || আমিরাতে প্রেসক্লাবের উদ্যোগে ও দূতাবাসের সহযোগিতায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত || উখিয়ায় কল থেকে পানি সরবারাহকে কেন্দ্র করে দুই ভাইয়ের সংঘর্ষ || আমরা বিশ্বাস করি নির্বাচনে অধিকাংশ আসন পাবে ধানের শীষ: তারেক রহমান || আমিরাতে হাটহাজারী সমিতির ঐক্যের ডাক || পরাজিত শক্তি বিভিন্নভাবে পরিস্থিতির সুযোগ নিতে চাচ্ছে: গাজী আতাউর || মাইলস্টোনে মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন মা || ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার পৌনে ১৩ কোটি বাড়ছে ভোটকেন্দ্র || চট্টগ্রামে সমাবেশ রোববার, এনসিপি নেতাদের নিরাপত্তায় ডগ স্কোয়াড দিয়ে হোটেল তল্লাশি সিএমপির || এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে উত্তপ্ত কক্সবাজার || শুধু বাহক নয়, মাদকের গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা || সম্ভাব্য এমপি প্রার্থীদের তথ্য সংগ্রহে মাঠে পুলিশ || প্রকাশিত হলো ‘তারেক রহমান দ্যা হোপ অব বাংলাদেশ’ || উখিয়ার রেজুপাড়ায় বিজিবির অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার || উখিয়ায় কেনা শাড়ি পাল্টে নিতে চাওয়ায় নারীকে মারধর, দোকানদারের বিরুদ্ধে মামলা || উখিয়ায় কেনা শাড়ি পাল্টে নিতে চাওয়ায় নারীকে মারধর, দোকানদারের বিরুদ্ধে মামলা ||

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) উখিয়া শাখার উদ্দ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি/উখিয়া নিউজ টুডে।। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) উখিয়া শাখার উদ্দ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বাপা উখিয়া উপজেলা শাখার সভাপতি সাংবাদিক এম আর আয়াজ রবি’র সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আব্দুল্লাহ আল যোবাইর এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক এইচ এম এরশাদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বাপার সাধারণ সম্পাদক পরিবেশবিদ মুহাম্মদ করিম উল্লাহ কলিম।

মঙ্গলবার (২৫-মার্চ) বিকাল ৪:০০ টায় উখিয়া প্রেস ক্লাবের হলরুমে সাংবাদিক হাফেজ মুহাম্মদ ইমরান খানের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে কক্সবাজার জেলা বাপার সভাপতি সাংবাদিক এইচ এম এরশাদ বক্তব্যে বলেন, পরিবেশ, জৈববৈচিত্র রক্ষার পাশাপাশি নিজকে আত্মশুদ্ধিও সংযমের মাধ্যমে খাটি মুমিন হিসেবে গড়ে উঠার পরামর্শ প্রদান করেন। তিনি আরো বলেন, পবিত্র মাহে রমজান সংযমের মাস। সংযমের যে শিক্ষা আল্লাহপাক আমাদের দিয়েছেন, এটার সাথেও পরিবেশ রক্ষার একটা যোগসূত্র আছে।পরিবেশ রক্ষা করার পাশাপাশি নিজেকেও সংযমের মধ্যে রাখতে হবে। আমরা যদি ব্যক্তিগত ভাবে এবং সামষ্টিকভাবে সংযম চর্চা করতে পারি তাহলে পরিবেশ রক্ষা হয়ে যায়। আমাদের যা প্রয়োজন তার থেকে বেশি আহরণ না করি। লোভকে সংযম করতে হবে। আল্লাহর নির্দেশিত পথেই রয়েছে মানব জাতির কল্যাণ। এবং সেই আল্লাহর সৃষ্টি জীব বৈচিত্র রক্ষায় পরিবেশ আন্দোলনের কাজ।

এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা বাপার সহ সভাপতি জালিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা বাপার সহ -সভাপতি মাওঃ জাফর আলম , উখিয়া থানার অপারেশন অফিসার মুহাম্মদ আসাদুর রহমান, উখিয়া উপজেলা বাপার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,জাসাস জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের উখিয়া উপজেলা সভাপতি জুলফিকার আলী ভুট্টো।

তাছাড়া উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন উখিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক হুমায়ূন কবির জুসান,বাপা উখিয়ার সহ সেক্রেটারী মুহাম্মদ হাশেম , বাপা উখিয়ার সহ সাংগঠনিক সম্পাদক সমাজসেবক বেলাল উদ্দিন,বাপা উখিয়ার অর্থ সম্পাদক মাওলানা হারুন রশিদ, বাপা উখিয়ার মহিলা বিষয়ক সম্পাদিকা জনাবা জোবাইদা খানম, জাতীয় সাংবাদিক সংস্থা উখিয়ার সভাপতি ফরিদুল আলম, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মোহাম্মদ ইমরান, জাতীয় সাংবাদিক সংস্থা উখিয়ার সেক্রেটারি পালংখালী ইউনিয়ন জামায়াত (যুব বিভাগের) সভাপতি সাংবাদিক এম,এ সাত্তার আজাদ,রত্নাপালং ইউনিয়ন ০২ নং ওয়ার্ডে জামায়াতের দায়িত্বশীল মাওঃ নুরুল আজিম, রত্নাপালং ইউনিয়ন জামায়াত ( যুব বিভাগের) ইউনিয়ন ঠিম সদস্য ও ০৩ নং ওয়ার্ডের সভাপতি যুবনেতা মুহাম্মদ ইসমাইল, সাংবাদিক মুহাম্মদ ফেরদৌস, সাংবাদিক কামাল উদ্দিন, একে এম নুরুল হুদা ভুইয়া, সাংবাদিক বেলাল ভুঁইয়া উপজেলা ও জেলা বাপার নেতৃবৃন্দ।

Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *