কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকা থেকে অস্ত্রের মুখে আবারও দুই কৃষককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধারে গেলে সন্ত্রাসীদের গুলিতে তিনজন আহত হয়েছেন। এ সময় একজনকে আটক করেন স্থানীয়রা।
অপহৃতরা হলেন- হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়াপাড়া এলাকার বাসিন্দা জাকির হোসেন (৪৫) ও একই এলাকার মোহাম্মদ জহির (৫০)।
ডাকাতদলের গুলিতে আহতরা হলেন- কম্বনিয়াপাড়া এলাকার সোহেল (১৮), কায়সার উদ্দিন (২০) ও সাকিব (১২)। তাদের চিকিৎসার জন্য উখিয়া ও কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
আটক অপহরণকারী কম্বনিয়াপাড়া এলাকার এজাহার মিয়ার ছেলে মো. সাদ্দাম (২৭)।
ওসি গিয়াস উদ্দিন বলেন, অপহরণের খবর পেয়ে হোয়াইক্যং ফাঁড়ির আইসিসহ পুলিশের একটি দল পাহাড়ে অভিযান পরিচালনা করছে। অভিযানে র্যাব ও পুলিশ ঐক্যবদ্ধভাবে অপহৃতদের উদ্ধারে কাজ করছে।